ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো আরও ২ হাজার ৯৬০ কোটি টাকা

২০২৫ মে ১৭ ০৯:০০:৩৮
বিনিয়োগকারীরা হারালো আরও ২ হাজার ৯৬০ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১১-১৫মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২ হাজার ৯৬০ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৪৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২ হাজার ৯৬০ কোটি টাকা বা ০.৪৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২৯৯ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪১৫ কোটি ৬৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১১৬ কোটি ৫৮ লাখ টাকার বা ৪৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২১ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৫ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০ টির বা ১২.৬২ শতাংশের, কমেছে ৩২২ টির বা ৮১.৩১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির বা ৬.০৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৭ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৪৭৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪ টির দর বেড়েছে, ২০৩ টির দর কমেছে এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে