ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইপিএস কমেছে ৭৫% কোম্পানির

সর্বোচ্চ আইপিও আনা আইসিবি ক্যাপিটালের ৫৯ শতাংশ ইস্যু মূল্যের নীচে

২০২৫ মে ১৭ ১০:১৮:০০
সর্বোচ্চ আইপিও আনা আইসিবি ক্যাপিটালের ৫৯ শতাংশ ইস্যু মূল্যের নীচে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে সবচেয়ে বেশি ইস্যু ব্যবস্থাপনার কাজ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এ প্রতিষ্ঠানটি গত ১৫ বছরে (২০১০ সাল থেকে বর্তমান) ২২টি কোম্পানিকে শেয়ারবাজারে এনেছে। এগুলোর ৫৯ শতাংশ কোম্পানির শেয়ার দর ইস্যু মূল্যের নীচে নেমে এসেছে। তবে আইপিওকালীন সময়ের তুলনায় ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে এসেছে।

আইসিবি ক্যাপিটালের ইস্যুকৃত ২২ কোম্পানির মধ্যে ৮টি অভিহিত মূল্যে (প্রিমিয়াম ছাড়া) ও ১৪টি প্রিমিয়ামসহ শেয়ারবাজারে এসেছে। এর মধ্যে একমি ল্যাবরেটিরিজ, আমান কটন, এডিএন টেলিকম ও বেস্ট হোল্ডিংস বুক বিল্ডিংয়ে প্রিমিয়াম নিয়েছে।

এই ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানটির মাধ্যমে শেয়ারবাজারে আসা ২২টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এ্যাপোলো ইস্পাতের। প্রতিটি ২২ টাকা করে শেয়ার ইস্যু করা কোম্পানিটির দর এখন ৩.৫০ টাকা। এক্ষেত্রে শেয়ারের দর কমেছে ৮৪.০৯ শতাংশ। এছাড়া ২য় অবস্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের ৮০.৮০ শতাংশ এবং হামিদ ফেব্রিকস ৭৭.৪৩ শতাংশ দর হারিয়ে ৩য় অবস্থানে রয়েছে।

এদিকে আইসিবি ক্যাপিটালের ইস্যুকৃত কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার শেয়ার দর ইস্যু মূল্যের তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে। অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসা কোম্পানিটির শেয়ার দর ৯০৫ শতাংশ বেড়ে ১০০.৫০ টাকায় অবস্থান করছে। এরপরে সোনালি লাইফের ১০ টাকা ইস্যু মূল্যের শেয়ারটি ৩৭২ শতাংশ বেড়ে ৪৭.২০ টাকায় এবং ৩য় সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া সাবমেরিন কেবলের ৩৫ টাকা ইস্যু মূল্যের শেয়ারটি ২৫২.৫৭ শতাংশ বেড়ে ১২৩.৪০ টাকায় অবস্থান করছে।

আরও পড়ুন....

আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা

নিম্নে আইসিবি ক্যাপিটালের ইস্যুকৃত কোম্পানি ২২টির শেয়ার ইস্যু দর ও বর্তমান দরের তথ্য তুলে ধরা হল :

­­এদিকে আইসিবি ক্যাপিটালের ইস্যুকৃত ২২টি কোম্পানির মধ্যে ২০টির সর্বশেষ ইপিএস এর তথ্য পাওয়া গেছে। ওই ২০টি কোম্পানির মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বের তুলনায় ১৫টি বা ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে এসেছে। এরমধ্যে ৫টি কোম্পানি লোকসানে নেমেছে।

তালিকাভুক্তির পরে সবচেয়ে বেশি ইপিএস কমেছে জিএসপি ফাইন্যান্সের। কোম্পানিটির তালিকাভুক্ত পূর্ব ৩.৫১ টাকার ইপিএস সর্বশেষ অর্থবছরে ঋণাত্মক (৯.৭৩) টাকায় নেমে এসেছে। এক্ষেত্রে ইপিএসে পতন হয়েছে ৩৭৭ শতাংশ। এছাড়া লোকসান করা হামিদ ফেব্রিকসের ১৭৩ শতাংশ, বিবিএস কেবলসের ১৭০ শতাংশ, ন্যাশনাল ফিডের ১৩৮ শতাংশ ও এ্যাপোলো ইস্পাতের ১৩৫ শতাংশ পতন হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার সময়ের ও সর্বশেষ অর্থবছরের প্রকাশিত ইপিএস তুলে ধরা হল-

*আইসিবি ক্যাপিটালের ইস্যু ম্যানেজ করা কোম্পানিগুলোর মধ্যে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ২০১৮-১৯ অর্থবছরের পর আর্থিক হিসাব প্রকাশ বন্ধ রয়েছে। আর অন্যসব জীবন বীমা কোম্পানির মতো সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ করা হয় না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে