ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

একদিনের ব্যবধানে পতনে ফিরে গেল শেয়ারবাজার

২০২৫ মে ১৮ ১৪:৪৪:২৭
একদিনের ব্যবধানে পতনে ফিরে গেল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অযোগ্য চেয়ারম্যান রাশেদ মাকসুদ খন্দকার যতদিন থাকবেন, ততদিন শেয়ারবাজারের উত্থান আশা করা ভুল বলে মনে করেন বিনিয়োগকারীরা। তাই বারংবার উত্থানের চেষ্টা করলেও বাজার আবার পতনে ফিরে যায়। কিন্তু বিনিয়োগকারীদের আর্তনাত শুনে এই অযোগ্য রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে অপসারনে এগিয়ে আসছে না সরকার।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। সেখান থেকে শনিবার (১৭ মে) উত্থান হয়। তবে ওই একদিনেই শেষ। রবিবার আবার পতনে ফিরে গেছে। যদিও সকালে উত্থানের আশা জাগিয়েছিল।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৯১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২৯২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৭৫ লাখ টাকার বা ১১ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৫.৫০ শতাংশের। আর দর কমেছে ২৪১ টি বা ৬০.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০ টি বা ১৪.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১১১ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪১৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে