ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সোমবার অর্থ উপদেষ্টার সঙ্গে  সাক্ষাত : বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুঞ্জন!

২০২৫ মে ১৮ ২২:৩৪:১৯
সোমবার অর্থ উপদেষ্টার সঙ্গে  সাক্ষাত : বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুঞ্জন!

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে। এরইমধ্যে তার নেতৃত্বে শেয়ারবাজার চলে গেছে ৫ বছর আগে করোনাকালীন মহামারির অবস্থানে। বিনিয়োগকারীরা হারিয়েছে লাখ কোটি টাকার বেশি পুঁজি। এই ভয়াবহ অবস্থার জন্য মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অযোগ্যতাকে দায়ী এবং এই কমিশনের অপসারনের দাবি করে আসছে শেয়ারবাজারের সব মহল।

এ অবস্থায় সোমবার (১৯ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করবেন বিএসইসি চেয়ারম্যান।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ অর্থ উপদেষ্টা সঙ্গে দেখা করার জন্য সময় চাইলে তাকে ১০ মিনিট সময় দিয়েছেন। সেই অনুযায়ী সকাল ৯-৫০ মিনিটে বিএসইসি চেয়ারম্যান অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। এ সময়ে বিএসইসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের পত্র অর্থ উপদেষ্টার কাছে দিতে পারেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদে তার আর থাকা সম্ভব হচ্ছে বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করতে পারেন বলে সূত্র জানিয়েছে। নিউজ সূত্র রাইজিং বিডি।

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের সাড়ে ৮ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.০৯ লাখ কোটি টাকা

অনেকদিন ধরেই খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবি করে রাজপথে বিক্ষোভ মিছিল করে আসছে বিনিয়োগকারীরা। যার ধারাবাহিকতায় রবিবার (১৮ মে) কফিন মিছিল করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই মিছিল করা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে দিকে মতিঝিলে শাপলা চত্বরে মাকসুদের প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এর আগে গত ৮ মে রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে ‘কাফন মিছিল’ করেছেন তারা।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের নেতাদের দাবি, পুঁজিবাজারে প্রতিদিন যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে শেয়ারবাজার নামের খাতটি মাটির সাথে মিশে যাবে। এ খাতের সংশ্লিষ্টরা নিংশ্ব হয়ে যাবেন। শেয়ারবাজারের সাথে জড়িত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোও অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে চাকরী হারিয়ে বেকার হয়ে পড়ছেন অনেকে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে