ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

আজও শেয়ারবাজারে সামান্য উত্থান

২০২৫ মে ২১ ১৪:৪৪:২৯
আজও শেয়ারবাজারে সামান্য উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক করোনা মহামারির সময়কালীন অবস্থায় বা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। সেখান থেকে শেষ দুইদিন শেয়ারবাজারে কিছুটা উত্থান হয়েছে।

সোমবারের (১৯ মে) পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ২৫ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়। অর্থাৎ সূচকটি বিগত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্নে নামে। যে সময় করোনা মহামারি চলছিল। তবে ৫ বছর পরে এসে শেয়ারবাজারে আরেক দফায় মহামারি তৈরী করে দিল রাশেদ মাকসুদ।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮০১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯৭ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫৯ লাখ টাকার বা ১০ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২২৭ টি বা ৫৬.৮৯ শতাংশের। আর দর কমেছে ১০৫ টি বা ২৬.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৬.৭৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১১ টির, কমেছে ৫৪ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৯৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে