ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

এখন অনেকে মাকসুদের সাথে সাথে আমারও অপসারণ চায়

অনেকের ৮০ টাকার শেয়ার এখন ২০ টাকায় নেমে গেছে : অর্থ উপদেষ্টা 

২০২৫ মে ২০ ১০:১০:০৭
অনেকের ৮০ টাকার শেয়ার এখন ২০ টাকায় নেমে গেছে : অর্থ উপদেষ্টা 

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 'আমি স্বীকার করি, অনেকের ৮০ টাকার শেয়ার এখন ২০ টাকায় নেমে গেছে। এজন্য আমি ইতোমধ্যে আইসিবিকে ৩ হাজার কোটি টাকা দিয়েছি। আইসিবি সেখান থেকে সুকুক বন্ডের ইন্টারেস্ট বাবদ ২ হাজার কোটি টাকা দিয়েছে, আর ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।'

সোমবার (১৯ মে) নিজের দপ্তরে সাংবাদিকদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজারের অস্থিরতার কথা স্বীকার করে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'বেচারা মাকসুদ [বর্তমান বিএসইসি চেয়ারম্যান] একজন খুব ভালো ব্যাংকার, সেরাদের একজন... তিনি সিটি ব্যাংকের এমডি ছিলেন। এখন অনেকে তার অপসারণের সাথে সাথে আমারও অপসারণ চায়। তাদের কথা, আমি কেন এনবিআর ভাগ করলাম।'

বিএসইসি চেয়ারম্যানের সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে জল্পনা-কল্পনার জবাবে সালেহউদ্দিন চেয়ারম্যানের বিকল্প নিয়ে প্রশ্ন তোলেন। 'হ্যাঁ, তাকে সরিয়ে কাকে আনবেন? শিবলি রুবাইয়াতের মতো লোক আনবেন? যার মাধ্যমে তিন হাজার কোটি টাকা সালমান এফ রহমানকে দিয়ে দিলো আইসিবি। সুকুক বন্ডের পুরো টাকাও তিনিই নিয়েছেন। এরপর "আমার বন্ড"সহ বিভিন্নভাবে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন।'

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের ৯ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.১৭ লাখ কোটি টাকা

মাকসুদ কমিশনের নেতৃত্বে করোনা মহামারির সময়ে ফিরে গেল শেয়ারবাজার

তিনি বিএসইসির বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন। 'আমি বিএসইসি চেয়ারম্যানকে বলেছি, ছোট বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য নতুন আইপিও আসতে হবে। কিন্তু নতুন আইপিও আসছে না,' বলেন তিনি।

সালেহউদ্দিন স্টক মার্কেট থেকে অবাস্তব প্রত্যাশার বিরুদ্ধেও বিনিয়োগকারীদের সতর্ক করেছেন। তিনি বলেন, 'বিনিয়োগকারীদেরও বুঝতে হবে, শেয়ারবাজার কোনো নিয়মিত আয়ের উৎস নয়। শেয়ার প্রাইস বাড়বে—এটা ধরে নেওয়ার বিষয়। অনেকে মনে করেন, আমি শেয়ার কিনব, মাস শেষে লাভে বিক্রি করব। এটা তো কোনো দেশেই নেই।'

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে