ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি

২০২৫ মে ২৬ ২০:০৬:১০
অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি

বিনোদন ডেস্ক : শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার বাদী চিত্রনায়িকা পরীমনি। এজন্য গিয়েছিলেন আদালতে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তাদের বৃষ্টি উপভোগ করতে বলেন এই নায়িকা।

সোমবার (২৬ মে) সকাল ১১টার পর নিজের গাড়িতে করে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন পরী। এরপর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ প্রবেশ করেন। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন বৃষ্টিতে কেমন লাগছে? উত্তরে পরীমনি বলেন, ‘আপনার কেমন লাগছে ভাইয়া?’ তারপর তিনি ওই সাংবাদিককে বৃষ্টি উপভোগ করতে বলেন। তার এই উত্তরের ভিডিও ভাইরাল হয়েছে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে আদালত ত্যাগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।

তবে সারাদিন আদালতে বসে থেকে গরমে অসুস্থতা অনুভূত হওয়ায় আদালত ছেড়ে চলে যান তিনি। এজন্য আজ তাকে জেরা করা সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তিনজনের পক্ষে বাদীকে জেরার জন্য দিন ধার্য ছিল। এজন্য তিনি আদালতে উপস্থিত হন।

বেলা সাড়ে ১১ টায় জানানো হয় যে, বিকেল ৩টায় পরীমনিকে জেরা করা হবে। এ জন্য পরীমনি গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। এইভাবে বসে থাকার পর বিকেল ৩টার দিকে পরীমনি সময় চেয়ে আবেদন করেন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে