ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘রাত দশটায় দেখা হবে’

২০২৫ জুলাই ০১ ০৯:৪০:০২
‘রাত দশটায় দেখা হবে’

বিনোদন ডেস্ক : মৃত্যুর দিন দেখা করার কথা ছিল বন্ধুদের সঙ্গে। শেফালী জরীওয়ালার হোয়াটসঅ্যাপ কথোপকথনের প্রতিচ্ছবি (স্ক্রিনশট) প্রকাশ্যে। হিন্দি ছোট পর্দার অভিনেতা বিশাল আদিত্য সিংহ শেফালীর সঙ্গে হওয়া সেই কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন।

শেফালীর মৃত্যুতে শোকাচ্ছন্ন তাঁর পরিবার ও বিনোদন জগতের বন্ধুরা। শোক প্রকাশ করতে গিয়েই প্রয়াত অভিনেত্রীর সঙ্গে হওয়া শেষ কথোপকথন তুলে ধরেন তিনি। ২৭ জুন মৃত্যু হয়েছে শেফালীর। তার ঠিক দু’দিন আগে অর্থাৎ ২৫ জুন শেফালীর সঙ্গে শেষ কথা হয়েছিল বিশালের। তাঁরা ঠিক করেছিলেন, ২৭ জুন রাত ১০টার সময়ে দেখা করবেন।

বহু দিনের বন্ধুর সঙ্গে যে সময়ে দেখা করতে চেয়েছিলেন, সেই সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন শেফালী। বিশাল এই স্ক্রিনশট ভাগ করে নিতেই নেটাগরিকেরা অবাক।

২৭ জুন আচমকাই অসুস্থ হয়ে পড়েন শেফালী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে জানানো হয়। জানা যাচ্ছে, রক্তচাপ কমে যাওয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। আবার খাবারে সংক্রমণের খবরও উঠে আসছে। শোনা যাচ্ছে, খালি পেটে বাসি ফ্রায়েড রাইস খেয়েছিলেন শেফালী। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

পুলিশ জানিয়েছে দুই বাক্স ওষুধ উদ্ধার হয়েছে অভিনেত্রীর বাড়ি থেকে। শেফালির পরিবারের দাবি, এই ওষুধগুলি খাওয়ার জন্য কোনও চিকিৎসকের পরামর্শ নেননি অভিনেত্রী। তবে এই ওষুধগুলি তাঁর শরীরের উপর কোনও প্রভাব ফেলেনি

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে