ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

১৮ দিন শুধু পানি পান করেই বাঁচেন নার্গিস

২০২৫ জুলাই ০৬ ১২:৫৭:৫৯
১৮ দিন শুধু পানি পান করেই বাঁচেন নার্গিস

বিনোদন ডেস্ক : অনেক দিন বড় পর্দায় দেখা যাচ্ছে না বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিকে। আপাতত কোনও ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন বলেও শোনা যাচ্ছে না। তবে পর্দায় না থাকলেও বরাবরই শিরোনামে থেকেছেন ছিপছিপে চেহারার নার্গিস। পর্দায় তাঁর প্রাণোচ্ছল অভিনয় যেমন মন কেড়েছে দর্শকের, তেমন নার্গিসের ফিটনেস-রুটিনের প্রেমেও পড়েছেন অনেকে। যদিও এই ছিপছিপে চেহারা পেতে কম কাঠ খড় পোড়াননি নার্গিস। কড়া ডায়েটে থাকেন। বছর দু’বার একটানা ৯ দিন শুধু জল খেয়ে থাকেন। সবই ওই ছিপছিপে থাকার জন্য।

এমনিতেই যৌবন ধরে রাখতে বলিউডের নায়িকা থেকে টেলিভিশনের নায়িকা সকলেই মুখে বোটক্স, ফিলার করান, কখনও অস্ত্রোপচার করে বদলে ফেলেন নাক, ঠোঁট, চোয়াল। বেশ কিছু বলি নায়িকা নাকি রোগা হওয়ার জন্য, বা বলা ভাল শরীরের নির্দিষ্ট গঠন পেতে অস্ত্রোপচার করিয়ে নিয়েছেন। নার্গিস তেমন কিছু করেছেন বলে জানা যায়নি। তবে অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেন, চোয়ালের আকার ঠিক করতে এবং রোগ হওয়ায় বছরে দু’বার ৯ দিন করে কঠোর ডায়েট করেন। সেই সময় জল ছাড়া আর কিচ্ছু খান তিনি।

যদিও এমন কড়া ডায়েট করার পরামর্শ অন্যকে কখনই দেন না তিনি। নার্গিসের কথায়, ‘‘এটা করলে চোয়ালের আকার শক্ত হয়, ত্বকের জ্বেল্লা বাড়ে। কিন্তু এমন কিছু করতে কখনই আমি পরামর্শ দেব না। যদিও কয়েকটি জিনিসের ভারসাম্য শরীরে থাকলে সব ঠিক থাকে। প্রথমত আট ঘণ্টা ঘুম। খাদ্যাভাস, যে খাবার খাচ্ছেন তাতে পুষ্টি ও খনিজ পর্দাথের যেন একটা সমতা থাকে।’’

এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’-র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। নার্গিসকে কেন আর বলিউডে দেখা যাচ্ছে না, তা নিয়ে অনুরাগীরা নিয়মিত আলোচনা করেন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে