ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

শ্রদ্ধা-রাহুলের গোপন ভিডিও ফাঁস!

২০২৫ জুলাই ০৮ ০৮:৫১:৫২
শ্রদ্ধা-রাহুলের গোপন ভিডিও ফাঁস!

বিনোদন ডেস্ক : নায়ক, নায়িকারা কখন কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন, কী পোশাক পরলেন— ছবিশিকারিদের ক্যামেরা সারাক্ষণ তাক করে থাকে তাঁদের দিকে। অনেক সময় এই কারণে সমস্যাতেও পড়তে হয় অভিনেতাদের। এক দিকে যেমন অনেক গোপন কথা প্রকাশ্যে বেরিয়ে পড়ে, তেমনই আবার ব্যক্তিগত সময় বলে কিছুই অবশিষ্ট থাকে না।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপূরের সঙ্গে। এমনিতেই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। শোনা যায়, রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ছড়িয়ে পড়েছে নায়িকার একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে একটি রিল ভিডিওতে নাচছেন নায়িকা। আয়নায় দেখা যাচ্ছে, সেই ভিডিওটি করছেন আলোচিত প্রেমিক। তা নিয়ে আলোচনার মাঝেই ফের চর্চায় শ্রদ্ধা এবং রাহুল।

বহু দিন আগে নায়িকার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে দেখা যায়, বিমানবন্দরে রাহুলের সঙ্গে বসে রয়েছেন অভিনেত্রী। মন দিয়ে ফোন দেখছেন। এই দৃশ্য রেকর্ড করেছিলেন কোনও এক বিমান সেবিকা, যা নজরে আসতেই বিরক্তি উগরে দেন অভিনেত্রী রবিনা টন্ডন।

অভিনেত্রী লেখেন, “ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘন করা একেবারেই উচিত নয়। বিশেষত বিমান সেবিকাদের থেকে এমন আশা করা যায় না। যদি আপনাদের এই ছবি তোলার ইচ্ছাই হতো, তাহলে বলে করতে পারতেন।” শুধু শ্রদ্ধা নয়, এই ঘটনা আগেও ঘটেছে। এই গোপনে ছবি তুলে তা সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা— এই বিষয়টি নিয়ে বিরক্ত গোটা বলিউড।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে