ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নাটকের শুটিং বন্ধের নির্দেশ

২০২৫ জুলাই ২৫ ১০:০৯:২২
নাটকের শুটিং বন্ধের নির্দেশ

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে জনপ্রিয় অভিনয় শিল্পীদের নাটক ও সিনেমার শুটিং হয়ে আসছে। হঠাৎ করে ওই বাড়িতে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টরের আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এমন নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনি বলেন, ‘একটি মহল শিল্প-সংস্কৃতি চর্চা করতে দিতে চাইছে না। তার একটা নমুনা হলো চার নাম্বার সেক্টরের ওই বাড়িটি শুটিং বন্ধের নির্দেশ। আমরা কখন সেটা হতে দেবো না। আমরা সংগঠনের সবাই মিলে বসব। বিষয়টি নিয়ে কথা-বার্তা চলছে।’

তিনি আরও বলেন, ‘সোসাইটির লোকজন যে অভিযোগ তুলছে সেটি ঠিক নয়। আগেও এ ধরনের চেষ্টা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট সংগঠন, স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এবারও আশা করি তাই হবে।’

২০ জুলাই ইস্যুকৃত নোটিশে বলা হয়েছে, ‘শুটিং ঘিরে আবাসিক এলাকায় জনসমাগম বৃদ্ধি ও রাস্তায় যানবাহান চলাচলে বিঘ্ন হচ্ছে। ফলে চার নাম্বার সেক্টরের ওই বাড়িটিতে শুটিং বন্ধ রাখার জন্য বাড়ির মালিককে অনুরোধ করা হয়েছে।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে