ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

শাহরুখের হাতে ৩.৯৪ কোটি টাকা দামের ঘড়ি

২০২৫ আগস্ট ২২ ১০:৩১:১৬
শাহরুখের হাতে ৩.৯৪ কোটি টাকা দামের ঘড়ি

বিনোদন ডেস্ক : ছেলে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। ২০ আগস্ট মুম্বাইয়ে ঘটা করে সাংবাদিক সম্মেলন করল খান পরিবার। আরিয়ান খান পরিচালনায় ওয়েব সিরিজ়, প্রযোজক মা গৌরী খান। নেপথ্যে থেকে দিশা দেখিয়েছেন বাবা শাহরুখ খান। এদিন বারবার শাহরুখের তারকাসুলভ ভঙ্গিমা নয়, দর্শক দেখেছেন পিতৃসুলভ আবেগ। দর্শকের কাছে বাবা অনুরোধ করেছেন ছেলেকে ততটাই ভালবাসা দিতে, যতটা তিনি পেয়েছেন। এদিন ভাল সাজগোজও করেছিলেন গৌরী-শাহরুখ-আরিয়ান ও সুহানা। যদিও সবাইকে যেন ছাপিয়ে গেলেন শাহরুখ। ছেলের জীবনে বিশেষ এই দিনে কয়েক কোটি টাকার ঘড়ি পরেছিলেন অভিনেতা।

পরনে কালো রঙের প্যান্ট ও ব্লেজ়ার। হাতে আর্ম স্লিং। বুধবার আরিয়ানের সিরিজ়ের অনুষ্ঠানে এই বেশেই হাজির হয়ে শাহরুখ বলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।”

রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই এই দিনও রসিকতা করে বাদশা বলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার পিছনে চুলকোলে এক হাতেই সেটা মিটিয়ে নিই।”

শাহরুখের এই মন্তব্যে হাসির রোল ওঠে। কিন্তু দুই হাত না থাকায় সমস্যা একটাই। দর্শকের পছন্দের সেই চেনা কায়দায় দুই হাত মেলে ধরতে পারছেন না তিনি। কিন্তু মন থেকে দর্শকের প্রতি অগাধ ভালবাসা রয়েছে বলে জানান শাহরুখ। ওই সন্ধ্যায় শাহরুখ হাতে ছিল ভারতীূয় মুদ্রায় প্রায় ৩.৯৪ কোটি টাকা দামের ঘড়ি। ঘড়িটা প্ল্যাটিনাম দিয়ে মোড়ানো। এছাড়াও ঘড়ির কাঁটা বহুমূল্যের ধাতুতে তৈরি। ঘড়ির ব্যান্ড কুমিরের চামড়ার।

আরিয়ানের পরনে ছিল কালো শুট, সঙ্গে কালো রঙের ব্লেজ়ার। যদিও সকলের মন কেড়ে নেয় আরিয়ানের ঠোঁটের কোনায় লেগে থাকা হাসি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে