ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

নোংরামির প্রতিবাদ হিসেবে মনোনয়ন প্রত্যাহার

২০২৫ অক্টোবর ০১ ২১:১৫:১৮
নোংরামির প্রতিবাদ হিসেবে মনোনয়ন প্রত্যাহার

খেলাধূলা ডেস্ক : তিনি বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন, নির্বাচন বয়কটের ঘোষণা দিতে যাচ্ছেন; এমন খবর চাউর হয়ে গিয়েছিল মঙ্গলবার গভীর রাতেই। সেটাই সত্য হলো।

বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত সময়ে বিসিবি অফিসে এসে প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম ইকবাল।

সকাল ১০টা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অফিসে আসেন হতাশ ও ক্ষুব্ধ তামিম ইকবাল। এমনিতে মিডিয়াবান্ধব তামিম। তবে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে খুব কম কথা বলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তামিম প্রথমেই বলেন, ‘আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন।’

এবারের বিসিবি নির্বাচন ঘিরে যা হয়েছে, তাকে অসুন্দর, চরম স্বেচ্ছাচারিতা এবং রীতিমতো নোংরামি বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

তামিমের ভাষায়, ‘এর চেয়ে অসুন্দর আর কিছু হতে পারে না, যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না।’

নির্বাচনী প্রক্রিয়া ঠিকঠাক নেই, স্বচ্ছ হচ্ছে না বলে দাবি করছেন। তারপরও আপনারা তা জেনে ও মেনে নির্বাচনী প্রক্রিয়ায় ছিলেন। তাহলে শেষ মুহূর্তে নির্বাচন বয়কটের ঘোষণা কেন?

তামিম ইকবালের ব্যাখ্যা, ‘স্বেচ্ছাচারিতা আর নোংরামির প্রতিবাদ হিসেবেই মনোনয়ন প্রত্যাহার আমাদের।’

তার শেষ কথা, ‘এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইলো।’

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে