ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

আরবাজ়কে ঘৃণা করেন সালমান

২০২৫ অক্টোবর ২১ ১৮:২৮:৪৮
আরবাজ়কে ঘৃণা করেন সালমান

বিনোদন ডেস্ক : নিজের ভাই আরবাজ় খানকে মোটেই দেখতে পারেন না সালমান খান। ভাইকে নিয়ে তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। ভাইজানকে নিয়ে বিস্ফোরক এমন দাবি করলেন পরিচালক অভিনব কাশ্যপ।

গত কয়েক মাস ধরে সালমান ও তাঁর পরিবারকে বাক্যবাণে বিদ্ধ করে চলেছেন অভিনব। ফের একবার সালমান ও আরবাজ় তাঁর নিশানায়। ‘দাবাং’ ছবিটির পরিচালনা করেছিলেন অভিনব। সেই ছবিতে অভিনয় করেছিলেন আরবাজ়। কিন্তু ছবি থেকে ভাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সালমান বাদ দিতে বাধ্য করেছিলেন পরিচালককে। ছবির সেটে নাকি এই নিয়ে তুমুল বাগবিতন্ডা হয়েছিল দুই ভাইয়ের মধ্যে, দাবি অভিনবের।

সালমান নাকি আরবাজ়কে ঘৃণা করেন। এমন দাবিও করেছেন অভিনব। তাঁর কথায়, “একদিন রাত দেড়টার সময় সালমান আমার ঘরে এসেছিল। এসে দেখল, ছবিতে আরবাজ়ের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য রয়েছে। সঙ্গে সঙ্গে সেটি বাদ দিতে বলল। ভাইজান নিরাপত্তাহীনতায় ভুগত। শুধু নিজেকে তুলে ধরতে চাইত ছবিতে।”

দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে অভিনব বলেন, “এই দুই ভাই আসলে পরস্পরকে ঘৃণা করে। কিন্তু আমি বুঝি না, ওরা একসঙ্গে কেন থাকে। ওদের পরিবার খুবই জটিল। ওদের পরিবারকে বোঝা খুব মুশকিল।”

দুই ভাইয়ের ঝগড়া একবার চাক্ষুষ করেছিলেন অভিনব কাশ্যপ। সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন ‘দাবাং’-এর পরিচালক। তিনি বলেন, “আমার সামনে একবার আরবাজ় ও সালমান খুব ঝগড়া করেছিল। সালমান থালাবাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ওদের জগড়া থামাতে গিয়েছিলাম। তখন সালমান আমাকে বলেছিল, ‘তুমি দূরে থাকো। এর মধ্যে তুমি এসো না।’”

এখানেই শেষ নয়। এই ছবির সম্পাদককে নাকি সালমান অপহরণ করেছিলেন। অভিনবের দাবি, ছবিটি শেষ পর্যন্ত কেমন হয়েছে, কী কী দৃশ্য রয়েছে, সেগুলি দেখার জন্য সম্পাদককে তুলে নিয়ে নিজের খামারবাড়িতে গিয়েছিলেন ভাইজান।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে