ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ববি-বাশারের কল রেকর্ড ফাঁস

২০২৫ অক্টোবর ২৫ ১৯:১৫:০২
ববি-বাশারের কল রেকর্ড ফাঁস

বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরে আলোচনার বাইরে ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কিন্তু চলতি মাসে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জন ঘিরে ফের আলোচনায় আসেন তিনি। প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নতুন করে ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশার-এর সঙ্গে তার প্রেম এমনকি বিয়ের খবরও ছড়িয়ে পড়ে। এর মাঝেই ফাঁস হয় একটি কল রেকর্ড, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ওই অডিওতে বোঝা যায়, চিত্রনায়িকা ববি ও বাশারের মধ্যে প্রেম চলছে। সেই সম্পর্কের মধ্যে বেশ কিছু অভিযোগ আনেন ববি। বাশারও কথা কাটাকাটি করেন। তবে চিত্রনায়িকা ববি তার কথপোকথনে বাশারের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান।

প্রায় তিন মিনিটের সেই অডিওতে শোনা যায়, ববি ও বাশারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথোপকথন, অভিযোগ আর মনোমালিন্যের ঝাঁঝ। কথোপকথনের এক পর্যায়ে ববিকে বলতে শোনা যায়, ‘তোমার কাছে আমি সবসময় প্রয়োজন, কিন্তু প্রিয়জন নই।’ উত্তরে বাশার বলেন, ‘পল্টি মারি ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে মারি নাই।’ এ কথা শুনে ববি চমকে যান। পরে বাশার আবার বলেন, ‘সেকেন্ডের মধ্যেই পল্টি মারতে পারি আমি।’

অডিওতে আরও শোনা যায়, ববি বাশারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি জানি না কেন তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সঙ্গে এমন আচরণ করো কেন বুঝি না।’ উত্তরে বাশার বলেন, ‘ভালোবাসলে পেছনের কথা টানো কেন।’ কথোপকথনের এক পর্যায়ে ববিকে বলতে শোনা যায়, ‘তুমি খারাপ ব্যবহার করো, তবুও আমি ভালোবাসি।’ তখন বাশারও বলেন, ‘আমিও অনেক ভালোবাসি।’

তবে বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন ববি। তার দাবি, অডিওটি পুরনো এবং জোড়াতালি দেওয়া। জানান, এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে পুরনো রেকর্ড জোড়া দিয়ে প্রকাশ করেছে।

এদিকে, সামাজিক মাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর ববির ভক্তদের মধ্যে জল্পনা চলছে, প্রাক্তন প্রেমিক সাকিব সনেট হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও ববি জানিয়েছেন, বর্তমানে প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে