ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়া : হতাশ দর্শকরা

২০২৫ নভেম্বর ১৪ ০৯:২১:৪১
ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়া : হতাশ দর্শকরা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন দারুণ জমে উঠেছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু, পাশা, নেহালদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির। এবার দর্শকদের জন্য নির্মাতা অর্চিতা স্পর্শিয়াকে যুক্ত করছেন এই সিরিয়ালে। তবে দর্শকদের কৌতূহলীর পরিবর্তে হতাশ করেছে তার অন্তর্ভূক্তিতে।

কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’—সেই ছবিতে কোনো অভিনেত্রীর মুখ স্পষ্ট ছিল না। সেই রহস্যের অবসান ঘটালেন নির্মাতা নিজেই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে অমি ঘোষণা করলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন অর্চিতা স্পর্শিয়া।

পোস্টারে অভিনেত্রী স্পর্শিয়াকে একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ এবং হালকা রঙের প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পোস্টারটি প্রকাশ করে অমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছেন- অর্চিতা স্পর্শিয়া কোন চরিত্রে থাকতে পারেন?

এই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ একঝাঁক জনপ্রিয় তারকা।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে। এর পাশাপাশি এটি পরবর্তীতে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। স্পর্শিয়ার আগমন এই জনপ্রিয় ধারাবাহিকের দর্শকপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন নির্মাতা ও ভক্তরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে