ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

৩২ কোটি টাকার কোম্পানির ২০৭ কোটি লোকসান

এলসি প্রতিবন্ধকতায় মেঘনা সিমেন্টের কাঁচামাল আমদানি বন্ধ : অস্তিত্ব ঝুঁকিতে

২০২৫ নভেম্বর ২০ ০৯:৩০:৩৮
এলসি প্রতিবন্ধকতায় মেঘনা সিমেন্টের কাঁচামাল আমদানি বন্ধ : অস্তিত্ব ঝুঁকিতে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট ভয়াবহ সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। এরইমধ্যে ঋণ খেলাপি হওয়ায় এলসি ওপেন করতে পারছে না কোম্পানিটি। এতে বন্ধ হয়ে গেছে কাঁচামাল আমদানি। যাতে ২৭ মাসেই ৩২ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিটির লোকসান হয়েছে ২০৭ কোটি টাকা। এমন পরিস্থিতিতে কোম্পানিটির ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে পণ্য বিক্রি ভয়াবহ পতন হয়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ১৮৬ কোটি ৯০ লাখ টাকার পণ্য বিক্রি ২০২৪-২৫ অর্থবছরে নেমে এসেছে ২৭ কোটি ৫০ লাখ টাকায়। ঋণ পরিশোধে ব্যর্থতায় খেলাপি হওয়ায় কোম্পানিটি এলসি করতে পারছে না। এতে করে কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কোম্পানি চালু রাখার জন্য অন্য কোম্পানির হয়ে উৎপাদন করে।

এই অবস্থায় কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি (৩৬.৫৮) টাকা করে ১১৫ কোটি ৫৫ লাখ টাকা লোকসান হয়েছে । যাতে পরিচালনা পর্ষদ ওই অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোম্পানিটির চলতি অর্থবছরের ১ম প্রান্তিকেই শেয়ারপ্রতি ২১.৯০ টাকা করে ৬৯ কোটি ১৮ লাখ টাকা লোকসান হয়েছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মেঘনা সিমেন্টের শেয়ারপ্রতি ৭.১৬ টাকা করে ২২ কোটি ৬১ লাখ টাকা লোকসান হয়েছিল। এ হিসাবে কোম্পানিটির গত দুই অর্থবছর ও চলতি অর্থবছরের ১ম প্রান্তিকে মোট ২০৭ কোটি ৩৪ লাখ টাকা।

উল্লেখ্য, ১৯৯৭ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৫৯ লাখ টাকা। এরমধ্যে ৫৮.১০ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (১৮ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে