ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

শাস্তি কমিশনের চাপিয়ে দেয়া মার্জিণ রুলস স্থগিতের খবরে শেয়ারবাজারে বড় উত্থান

২০২৫ নভেম্বর ১৮ ১৫:৪৩:২৫
শাস্তি কমিশনের চাপিয়ে দেয়া মার্জিণ রুলস স্থগিতের খবরে শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন শাস্তি কমিশনের চাপিয়ে দেয়া অযৌক্তিক মার্জিণ ঋণ রুলসটি আদালতে স্থগিত হওয়ার পথে রয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (১৮ নভেম্বর) শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। তবে গত কয়েকদিনের পতনে নাভিশ্বাস উঠে গিয়েছিল বিনিয়োগকারীদের।

গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

শেয়ারবাজারের স্বার্থে বিনিয়োগকারীরা মাকসুদের অপসারণ চান। যার অপসারণেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের। কারন মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারন বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের অপসারন করা উচিত।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪৭ পয়েন্টে। যা সোমবার ৪৩ পয়েন্ট ও রবিবার ২৯ পয়েন্ট বেড়েছিল।

তবে গত সপ্তাহের বৃহস্পতিবার ১২৩ পয়েন্ট ও বুধবার ৪৭ পয়েন্ট কমেছিল। আর মঙ্গলবার ১২ পয়েন্ট বাড়লেও তার আগের টানা ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) পতনের মধ্যে গত সপ্তাহের সোমবার ৩৯ পয়েন্ট ও রবিবার ৬৮ পয়েন্ট এবং এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমে। এতে করে সূচকটি ৭ কার্যদিবসে কমে ২৬১ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৪৮ কোটি ৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৪৮ লাখ টাকা বা ৩৭ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১৭ টি বা ৮৫.৬৮ শতাংশের। আর দর কমেছে ৩৫ টি বা ৯.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮ টি বা ৪.৮৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১৬ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৫২৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে