ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

১০৫ কোটি টাকা লোকসান সত্ত্বেও শেয়ারহোল্ডারদের দেবে ২ কোটি

২০২৫ নভেম্বর ১৯ ০৯:২৫:২৮
১০৫ কোটি টাকা লোকসান সত্ত্বেও শেয়ারহোল্ডারদের দেবে ২ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ারে জেনারেশনের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় বড় পতন হয়েছে। তারপরেও কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

এনার্জিপ্যাক পাওয়ারের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৫.৫০ টাকা হিসাবে ১০৪ কোটি ৫৯ লাখ টাকার নিট লোকসান হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বা শেয়ারপ্রতি ০.২০ টাকা হিসেবে মোট ১ কোটি ৭৪ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

এনার্জিপ্যাক পাওয়ারের আগের বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ৬% লোকসান বেড়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের (৫.১৮) টাকার শেয়ারপ্রতি লোকসান ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে (৫.৫০) টাকা।

উল্লেখ্যে এনার্জিপ্যাক পাওয়ারের বর্তমানে ১৯০ কোটি ১৬ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৫.৮৬ শতাংশ। সোমবার (১৭ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৬.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে