ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসপাতালে নচিকেতা

২০২৫ ডিসেম্বর ০৭ ১৪:০৮:০৯
হাসপাতালে নচিকেতা

বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গত শনিবার রাতে বুকে অস্বস্তি অনুভব করলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গায়ক।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে টানা সংগীত অনুষ্ঠানের কারণে শারীরিক ধকল যাচ্ছিল ৬১ বছর বয়সী এই গায়কের ওপর। শনিবার রাত ২টার দিকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা শনাক্ত করেন এবং দ্রুত দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার শেষে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই অসুস্থতার কারণে রোববার (৭ ডিসেম্বর) আসানসোলে নির্ধারিত একটি কনসার্ট বাতিল করেছেন নচিকেতা। শুধু তাই নয়, আগামী কয়েক দিনের সব গানের অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে। শিল্পীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি আগে থেকেই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখতেন, তবে সম্প্রতি কাজের চাপে শরীরের ওপর দিয়ে বাড়তি ধকল যাচ্ছিল।

উল্লেখ্য, গত দুর্গাপূজার সময় একটি উদ্বোধনী অনুষ্ঠানে নচিকেতার সঙ্গে দেখা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেদিন নচিকেতার স্বাস্থ্যের অবনতি দেখে মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাকে নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে