ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

লোকসানে নিমজ্জিত এটলাস বাংলাদেশ : কোটি কোটি টাকা পড়ে রয়েছে সরকারের কাছে

২০২৫ ডিসেম্বর ১১ ০৯:৩০:৩৫
লোকসানে নিমজ্জিত এটলাস বাংলাদেশ : কোটি কোটি টাকা পড়ে রয়েছে সরকারের কাছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েক বছর ধরে ব্যবসায় মন্দা যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশের। এমন একটি কোম্পানি থেকে সরকারি কোষাগারে অগ্রিম আয়কর ও ভ্যাট হিসাবে কয়েক কোটি টাকা ফেলে রাখা হয়েছে। যে কোম্পানিটিতে কয়েক কোটি টাকার অবন্টিত লভ্যাংশ থাকলেও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি।

কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, এটলাস বাংলাদেশ থেকে সরকারকে অগ্রিম ৬৭ কোটি ১৫ লাখ টাকার আয়কর দেওয়া হয়েছে। এর বিপরীতে আয়কর সঞ্চিতি রয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকা। কিন্তু এই সম্পদ ও দায়ের মধ্যে ২০১৫-১৬ অর্থবছর থেকে কোন সমন্বয় করে না।

বিভিন্ন গ্রাহকের কাছে এটলাস বাংলাদেশের ১০ কোটি ৬৯ লাখ টাকা পাওনা রয়েছে বলে দেখানো হয়েছে। যা আদায় ছাড়া কয়েক বছর ধরে একইভাবে হিসাবে দেখিয়ে আসছে কোম্পানি কর্তৃপক্ষ। যা আদায়ের সম্ভাব্যতা নিয়ে শঙ্কা রয়েছে। যা কোম্পানির তারল্য সংকটে প্রভাব ফেলছে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ ওই সম্ভাব্য ঝুঁকি নিয়ে সঞ্চিতি গঠন করেনি।

অন্যদিকে কোম্পানিটির কাছে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের পাওনা রয়েছে ১ কোটি ৮৭ লাখ টাকা। যা পরিশোধ না করে কয়েক বছর ধরে আর্থিক হিসাবে দেখিয়ে আসছে। এতে কোম্পানিটির ম্যানেজমেন্টের পরিশোধ বা সমাধানের সক্ষমতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আর্থিক হিসাবে সরকারকে ৪৪ লাখ টাকার অগ্রিম ভ্যাট প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। এই অগ্রিম দীর্ঘদিন ধরে রয়েছে। যা আদায় নিয়ে শঙ্কা থাকলেও সঞ্চিতি গঠন করেনি এটলাস বাংলাদেশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন.....

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের টিকে থাকা নিয়ে শঙ্কা

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি এটলাস বাংলাদেশ।

এটলাসে ৫ কোটি ৭৮ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যার ১টি অংশে পৃথক ব্যাংক হিসাবে রাখা হয়েছে। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ৩৩ কোটি ১৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের এটলাস বাংলাদেশে সরকারের ৫১% ও শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের মালিকানা বাকি ৪৯ শতাংশ। বুধবার (১০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৫.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে