ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

অযোগ্য মাকসুদকে আশ্রয় দেয়া সালেহউদ্দিন নিজেই এখন বিপদে

২০২৫ ডিসেম্বর ১১ ১৪:১৫:৪১
অযোগ্য মাকসুদকে আশ্রয় দেয়া সালেহউদ্দিন নিজেই এখন বিপদে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অযোগ্য চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে পুরো বিএসইসি চলে যায়। এরই ধারাবাহিকতায় গত ৫ মার্চ অযোগ্য কমিশনকে বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ করে এবং তাদের পদত্যাগ অথবা অপসারণ দাবি করে। তবে এ যাত্রায় মাকসুদকে কমিশনের পরিবর্তে উল্টো ফাসানো হয় ওইসব কর্মকর্তা-কর্মচারীদেরকেই। এক্ষেত্রে মাকসুদ কমিশনকে আশ্রয় দেয় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। যে সালেহউদ্দিন এখন নিজ দপ্তরেই অবরুদ্ধ ছিল এবং ক প্রকার অসহায় আত্মসমর্পন করতে হয়েছে।

সালেহউদ্দিনের আত্মীয় বা পূর্বপরিচিত হওয়ার সুবাদে বিএসইসিতে তার প্রভাব খাটায় খন্দকার রাশেদ মাকসুদ। যিনি বিএসইসির ২১ কর্মকর্তা-কর্মচারীকে সাসপেন্ড করেন। অথচ শেয়ারবাজারের সকল স্তরের সবাই তার নেতৃত্বাধীন কমিশনের অপসারন চায়।

এ নিয়ে শেয়ারবাজার বিষয়ে দীর্ঘদিন রিপোর্টিং করা সিনিয়র সাংবাদিক ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, বিএসইসি চেয়ারম্যানকে অবরুদ্ধের ঘটনায় সংস্থাটির ১৬ কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। ২১ জনকে সাসপেন্ড করা হয়েছে। এসবই করা হয়েছিল অর্থ উপদেষ্টার সহায়তায়। এবার অর্থ উপদেষ্টা নিজেই অবরুদ্ধ এবং প্রায় ৬ ঘন্টা পর এক ধরনের মুচলেকা দিয়েই বের হতে হয়েছে তাকে। নিজের বেলায় কেনো কঠোর হতে পারলেন না তিনি। বিএসইসির কর্মচারীদের লাঠিপেটা করতে সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছিল। কিন্তু এবার কোনো আওয়াজ নাই।

গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের কমিশন। এ ঘটনায় বিএসইসির কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। সাইফুর রহমানকে অবসরে পাঠানোর পরের দিন বুধবার কর্মকর্তারা এসব বিষয়ে কথা বলতে চেয়ারম্যান-কমিশনারদের ফ্লোরে সমবেত হন। একপর্যায়ে কর্মকর্তারা তাঁদেরকে অবরুদ্ধ করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় চেয়ারম্যান-কমিশনাররা কার্যালয় ত্যাগ করেন।

পরের দিন বৃহস্পতিবারও কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। তবে এদিন বিএসইসি চেয়ারম্যার তাঁর গানম্যান আশিকুর রহমানকে দিয়ে শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করান।

বুধবার প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তাঁর কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বের হতে পারেন। সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তাঁকে আজ বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ করে রেখেছিলেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। রাত সোয়া আটটায় অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বাসার উদ্দেশে বের হন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে