ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সালেহউদ্দিনের বিদায়ের পর মাকসুদ কমিশনের কি হবে?

২০২৫ ডিসেম্বর ১১ ১৪:৪৯:১৭
সালেহউদ্দিনের বিদায়ের পর মাকসুদ কমিশনের কি হবে?

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা না থাকা সত্ত্বেও অর্থ উপদেষ্টার পরিচিত হওয়ার সুবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন খন্দকার রাশেদ মাকসুদ। যে কারনে প্রত্যাশিতভাবেই শেয়ারবাজার হারিয়েছে গতিপথ এবং তার হাত ধরে অতল গহ্বরের দিকে ধাবিত রয়েছে। তবে এই মাকসুদের টিকে থাকার ভিত্তি সালেহউদ্দিনের মেয়াদ শেষ হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। যার সঙ্গে সঙ্গে মাকসুদের বিদায়ও নিশ্চিত ধরে নিয়েছেন বিনিয়োগকারীরা।

এই মাকসুদ কমিশন গত ১৫ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৩৩ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭০ কোটি ১৫ লাখ টাকা বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬২ টি বা ৬৬.৮৪ শতাংশের। আর দর কমেছে ৬৪ টি বা ১৬.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৮৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৪৪ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে