ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২০২৬ জানুয়ারি ২০ ১০:০৩:৩৭
জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির জন্য নারায়নগঞ্জে ৫৭ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ১৯.২৫ শতক জমি কেনা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য নারায়নগঞ্জের মদনপুরে ৫৭ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ১৯.২৫ শতক জমি কেনা হবে।

এর আগে গত বছরের ২৯ জুন সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য গাজীপুরে ১৩ কোটি ৭০ লাখ টাকা দিয়ে ৪৬০ শতক জমি কেনার ঘোষণা দিয়েছিল। এছাড়া গাজীপুরেই কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন ব্যক্তির থেকে ৬ কোটি ৩০ লাখ টাকা দিয়ে ২০৮.৫০ শতক জমি কেনার কথা জানিয়েছিল।

এছাড়া নারায়নগঞ্জে ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা দিয়ে ২৫.৮৩ শতক জমি কেনার ঘোষণা দেয়। একই জেলায় ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা দিয়ে আরও ৭.৭৫ শতক জমি কেনার ঘোষণা দিয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে