ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম

২০২৬ জানুয়ারি ২১ ২১:০৬:২৪
একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম

বিনোদন ডেস্ক : ঢালিউডের চিরচেনা রঙিন পর্দা থেকে চিরবিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮২ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

জাভেদের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বর্তমান সময়ের ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাকিব খান এই বর্ষীয়ান অভিনেতাকে ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন।

শাকিব খান তার পোস্টে লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’

ইলিয়াস জাভেদ কেবল পর্দায় উপস্থিত হয়েই দর্শকদের মুগ্ধ করেননি, বরং নিজের নাচের জাদুকরী ছন্দে কয়েক দশক ধরে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। শাকিব খানের মতে, শারীরিক প্রস্থান ঘটলেও জাভেদের কাজ ও কর্মময় জীবন তাকে অমর করে রাখবে।

শাকিবের কথায়, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

ষাাট ও সত্তরের দশকের দাপুটে এই নায়ক মূলত তার সুনিপুণ নৃত্যশৈলীর মাধ্যমে ঢালিউডে এক ভিন্ন মাত্রা যোগ করেছিলেন। ‘নিশান’, ‘নরম গরম’, ‘তিন রাজকন্যা’র মতো অসংখ্য কালজয়ী সিনেমায় তার অভিনয় ও নাচ আজও দর্শকদের মনে অম্লান। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র পরিবার।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে