ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

লেনদেন ছাড়াল সাড়ে ৬’শ কোটি

তিন দিনের উত্থানে ডিএসইএক্স বাড়ল ১৪৯ পয়েন্ট

২০২৬ জানুয়ারি ২০ ১৪:৪২:০০
তিন দিনের উত্থানে ডিএসইএক্স বাড়ল ১৪৯ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে গত দুইদিনের ন্যায় মঙ্গলবারও (২০৯ জানুয়ারি) উত্থান হয়েছে। এতে করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি বেড়েছে ১৪৯ পয়েন্ট। এই উত্থানে লেনদেনে ছাড়িয়েছে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১০৯ পয়েন্টে। যা সোমবার ৫৬ পয়েন্ট ও রবিবার ৭৬ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ চলতি সপ্তাহে বা শেষ ৩ কার্যদিবসে ডিএসইক্স সূচকটি বেড়েছে ১৪৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৬৬৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৪৬ লাখ টাকা বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১০ টি বা ৫৪.১২ শতাংশের। আর দর কমেছে ১০৯ টি বা ২৮.০৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৭৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৩ টির, কমেছে ৫২ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪২৪৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে