ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সুকুকে টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বেক্সিমকোর মুনাফা

২০২৪ জানুয়ারি ৩০ ০৯:১৬:৩৩
সুকুকে টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বেক্সিমকোর মুনাফা

শেয়ারবাজার থেকে সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে বেক্সিমকো। যা নেওয়ার আগে কোম্পানিটির মুনাফায় চমক দেখা যায়। তবে টাকা সংগ্রহের পরে মুনাফা কমতে কমতে তলানিতে চলে এসেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২৩) মুনাফা কমেছে ৯৯.৫৯ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৭.৩৫ টাকা। এতে করে ইপিএস কমেছে ৭.৩২ টাকা বা ৯৯.৫৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৬০ টাকা। এতে করে ইপিএস কমেছে ২.৭৮ টাকা বা ৭৭ শতাংশ।

এর আগে কোম্পানিটির ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) ইপিএস হয় (০.৭৯) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৮৩ টাকা। এতে করে ইপিএস কমে ৪.৬২ টাকা বা ১২০ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩.৯৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে