ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সিকদার ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়

২০২৪ মার্চ ২৮ ০৯:৩১:৪৭
সিকদার ইন্স্যুরেন্সে আইনের ব্যত্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকদার ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে। শ্রম আইন পরিপালন না করার মাধ্যমে এমনটি করছেন। যা কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু সিকদার ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২২ সালের শুরুতে ৫৭ লাখ টাকার ডব্লিউপিপিএফ ফান্ড ছিল। কিন্তু বছর শেষেও তা কর্মীদের মাঝে বিতরন করা হয়নি। যা কোম্পানিটির শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিকদার ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি টাকা। এরমধ্যে ৪০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (২৭ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে