ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সূচক নামল ৪২ মাসের মধ্যে সর্বনিম্নে

২০২৪ জুন ১১ ১৫:০৪:৪৫
সূচক নামল ৪২ মাসের মধ্যে সর্বনিম্নে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। এরমধ্যে মঙ্গলবারও (১১ জুন) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত সাড়ে ৩ বছর বা ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

আজকের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ১০ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত সাড়ে ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২০ সালের ৯ ডিসেম্বর সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫০৬৯.৮৮ পয়েন্টে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৭০.০২ পয়েন্টে। যা চলতি সপ্তাহে আগের ২ কার্যদিবসে কমেছে ১৩১ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৮ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১২ কোটি ৮৬ লাখ টাকার বা ৩৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫১ টি বা ১২.৯৪ শতাংশের। আর দর কমেছে ৩০৮ টি বা ৭৮.১৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৮.৮৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১০৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫ টির, কমেছে ১৬৩ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৫৭০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে