ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

অস্তিত্ব সংকটে বিআইএফসি

২০২৪ জুলাই ১৬ ০৯:১৩:৪৭
অস্তিত্ব সংকটে বিআইএফসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক খুবই শঙ্কা প্রকাশ করেছেন।

সম্প্রতি কোম্পানিটির ২০২২ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, লিজিং কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ কোটি ৭৩ লাখ টাকা। এতে করে নেগেটিভ ইক্যুইটির পরিমাণ ১ হাজার ১৫১ কোটি ৯৫ লাখ টাকা এবং ৯৭ লোন খেলাপি হয়ে গেছে। এই কোম্পানিটির মূলধন পর্যাপ্ততা অনুপাত ঋণাত্মক ১২৬%। বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৬ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিআইএফসির পরিশোধিত মূলধনের পরিমাণ ১০০ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে ৫৯.৪৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। সোমবার (১৫ জুলাই) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে