ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নিঃশ্ব হচ্ছে বিনিয়োগকারীরা : সমাধান পাচ্ছে না

২০২৪ জুলাই ৩০ ১৫:০৬:১১
নিঃশ্ব হচ্ছে বিনিয়োগকারীরা : সমাধান পাচ্ছে না

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি সপ্তাহের ৩ কার্যদিবসই শেয়ারবাজারে পতন হয়েছে। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচক কমেছে ১৫৪ পয়েন্ট। যা বিনিয়োগকারীদের নাভিশ্বাস তুলে ফেলেছে। কিন্তু বিনিয়োগকারীরা না পারছে সাইতে, না পারছে বলতে।

মঙ্গলবার (৩০ জুলাই) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৭০ পয়েন্টে। যা সোমবার ৫৩ পয়েন্ট ও রবিবার ৩০ পয়েন্ট কমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও। কমিশনের ব্যর্থতা ফুঁটে উঠছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ৪৮ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫ টি বা ৬.৩০ শতাংশের। আর দর কমেছে ৩৪০ টি বা ৮৫.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২ টি বা ৮.০৬ শতাংশের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে