ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারের পতন : শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ আগস্ট ০৬ ১৫:৪০:৪৮
সরকারের পতন : শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগে স্বস্তি ফিরেছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে। যার প্রতিফলন দেখা গেছে স্বৈরাশাসকের পতনের পরে প্রথম কার্যদিবসেই (০৬ আগস্ট)। এদিন দেশের ঊভয় শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে।

সোমবার (০৫ আগস্ট) দেশ স্বৈরাশাসক মুক্ত হয়েছে। এরপরে মঙ্গলবার দেশের শেয়ারবাজার লেনদেনে ফিরেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪২৬ পয়েন্টে। যা আগের কার্যদিবসে কমেছিল ১০৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৭৫০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৪২ কোটি ১৭ লাখ বা ২৬১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২৮ টি বা ৮২.৬২ শতাংশের। আর দর কমেছে ৬০ টি বা ১৫.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৯ টি বা ২.২৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৯ টির, কমেছে ৫২ টির এবং পরিবর্তন হয়নি ১১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬৭ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৫৩৯৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে