ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা ৫ কার্যদিবস শেয়ারবাজারে পতন

২০২৪ আগস্ট ২১ ১৫:১৯:৫৩
টানা ৫ কার্যদিবস শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার টানা ৫ কার্যদিবস ধরে টানা পতনে রয়েছে। এরমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যোগদান করলেও তার কোন ইতিবাচক প্রভাব নেই। উনি যোগদানের পরে ৩ কার্যদিবসই শেয়ারবাজারে পতন হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬০৬ পয়েন্টে। এর আগের ৪ কার্যদিবসে কমেছে ২৩৭ পয়েন্ট। অর্থাৎ গত ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি কমেছে ৩৪৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫৩৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৮ কোটি ২৩ লাখ টাকার বা ৩.৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১ টি বা ২.৭৯ শতাংশের। আর দর কমেছে ৩৭১টি বা ৯৪.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১২ টি বা ৩.০৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮ টির, কমেছে ১৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬২০২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে