ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজার কারসাজিকর সাকিবের বিচার দাবি

২০২৪ আগস্ট ২৯ ১০:০৭:২২
শেয়ারবাজার কারসাজিকর সাকিবের বিচার দাবি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অন্যতম ব্যবসায়িক পার্টনার শেয়ারবাজারের বহুল সমালোচিত গেম্বলার বা কারসাজিকর আবুল খায়ের হিরু। যার সঙ্গে তালমিলিয়ে কারসাজি হওয়া শেয়ারগুলোতে বড় বিনিয়োগও করেছেন সাকিব। এক্ষেত্রে সাকিবও কারসাজির অংশীদার হিসেবে কামিয়েছেন কোটি কোটি টাকা।

এই গেম্বলারকেই শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তথা পুরো শেয়ারবাজারের শুভেচ্ছাদূত নিয়োগ দেওয়া হয়েছিল। অবশেষে বুধবার (২৮ আগস্ট) সাকিবকে শুভেচ্ছাদূত থেকে বাতিল করেছে বিএসইসি। এছাড়া খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন সব অপরাধীকে শাস্তির আওতায় আনার বিষয়ে বদ্ধ পরিকর। যারা সবার বিচার করবে বলে এরইমধ্যে ঘোষনা দিয়েছে।

আরও পড়ুন....

গেম্বলার হিরুদের বিও হিসাব জব্দ

কারসাজিতে হিরু চক্রের মুনাফা ১৬১ কোটি টাকা, জরিমানা ১৪ কোটি

শেয়ারবাজারে সেকেন্ডারিতে বিনিয়োগে সাকিব ও হিরুর সখ্যতা ছাড়াও তারা ব্যবসায়িক পার্টনার। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি, ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংসের অন্যতম অংশীদার আবুল খায়ের হিরু। যার নেতৃত্বাধীন চক্রকে এরইমধ্যে বেশ কিছু কোম্পানিতে বিনিয়োগে নিয়ম ভঙ্গ বা কারসাজির দায়ে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এমন একজন গেম্বলারের ব্যবসায়িক অংশীদার দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

বাজার সংশ্লিষ্টদের মতে, যেকোন প্রতিষ্ঠান বা সংস্থায় শুভেচ্ছাদূত হিসেবে জনপ্রিয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যাকে অনেকে অনুসরন করে। এই অনুসরনকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলার জন্যই তাকে শুভেচ্ছাদূত নিয়োগ দেওয়া হয়। এখন সেই শুভেচ্ছাদূত যদি গেম্বলারের সঙ্গে চলে, তাহলে আর যাইহোক, ইতিবাচক কিছু আশা করা যায় না।

বিএসইসি এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, বিডিকম অনলাইন, ওয়ান ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্সসহ কয়েকটি কোম্পানির শেয়ার কারসাজিতে হিরু চক্রকে প্রায় ১৪ কোটি টাকা জরিমানা করেছে। ওইসব শেয়ারে অনৈতিকভাবে কৃত্রিম উপায়ে সাধারন বিনিয়োগকারীদেরকে ফাঁদে ফেলে ফায়দা উসিল করে হিরু। যেসব শেয়ারে আবার বড় বিনিয়োগকারী সাকিব আল হাসান।

জরিমানা করা ওইসব শেয়ারের মধ্যে এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজসহ কয়েকটি কোম্পানিতে বড় ক্রেতা ছিল সাকিব আল হাসান। যা হিরুকে কারসাজিতে সহযোগিতা করছে। এ অপরাধের দায়ে সাকিব আল হাসানের বিচার দাবি করেছেন বিনিয়োগকারীরা।

যদিও দেশের নামকরা ক্রিকেটার হিসেবে বিগত কমিশন সাকিবকে শাস্তির আওতায় আনেনি। এতে করে দেশের ভাবমূর্তি হুমকির মূখে পড়ার ভয়ে। তবে সব অপরাধীকেই আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। অন্যথায় আরও অনেকে সাকিবের মতো অপরাধে জড়াতে পারে।

ক্রিকেটার সাকিব আল হাসানের ২০২১ সাল থেকে শেয়ারবাজারে সক্রিয় অংশগ্রহণ দেখা যায়। যে প্রতিষ্ঠানের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে, সেই মোনার্ক হোল্ডিংস হলো শেয়ার বেচাকেনার ব্রোকারেজ হাউজ। প্রতিষ্ঠানটিতে সাকিবের ৩৩ শতাংশ শেয়ার রয়েছে। এ ব্রোকারেজ হাউজটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে