ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিনিয়োগকারীরা ফিরে পেল ৯ হাজার ১০৫ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:৪৫:৪০
বিনিয়োগকারীরা ফিরে পেল ৯ হাজার ১০৫ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২-৬ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি টাকা বা ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি ৪ লাখ টাকার বা ২৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৪৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৫ টির বা ৬৭.০৮ শতাংশের, কমেছে ১০৩ টির বা ২৬.০৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির বা ৬.৮৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৭ টির দর বেড়েছে, ৭৯ টির দর কমেছে এবং ৩৩ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে