ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইনফরমেশন সার্ভিসেসের ঝুঁকিতে ১.৪৭ কোটি টাকা

২০২৫ মার্চ ০৩ ০৯:২৬:৪১
ইনফরমেশন সার্ভিসেসের ঝুঁকিতে ১.৪৭ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১ কোটি ৪৭ লাখ টাকা আদায় নিয়ে ঝুঁকি রয়েছে। তারপরেও কোম্পানি কর্তৃপক্ষ এ নিয়ে কোন সঞ্চিতি গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক। ইনফরমেশন সার্ভিসেস কর্তৃপক্ষ কোন ধরনের সমন্বয় ছাড়াই দীর্ঘদিন ধরে আর্থিক হিসাবে মুজিবুল হক এবং অন্যান্য নামে ১ কোটি ৪৭ লাখ টাকা ঋণ দেওয়ার তথ্য দেখিয়ে আসছে। যে অর্থ আদায়ে কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। তবে ওই অর্থ আদায় নিয়ে সন্দেহ রয়েছে। যাতে করে পর্যাপ্ত সঞ্চিতি গঠন করা দরকার। তবে তারা কোন সঞ্চিতি গঠন না করে সম্পদ বেশি দেখিয়ে আসছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১১ সালের নির্দেশনা অনুযায়ি, প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ইনফরমেশন সার্ভিসেসে এই হার মাত্র ২১.৬২ শতাংশ।

কোম্পানিটিতে ৩ বছরের বেশি সময় ধরে শেয়ারহোল্ডারদের ১৮ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। তারপরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ওই অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) হস্তান্তর করেনি ইনফরমেশন সার্ভিসেস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইনফরমেশন সার্ভিসেসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০ কোটি ৯২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭৮.৩৮ শতাংশ। কোম্পানিটির রবিবার (০২ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ৪৩.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে