ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধ বিরতিতে স্বস্তিতে ভারতের বিনিয়োগকারীরা

২০২৫ মে ১১ ২১:১৪:৪২
যুদ্ধ বিরতিতে স্বস্তিতে ভারতের বিনিয়োগকারীরা

অর্থ বাণিজ্য ডেস্ক : গত চার দিন ধরে চলা ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ আপাতত ইতি। শনিবার, ১০ মে যুদ্ধ বিরতির ঘোষণা করে দুই প্রতিবেশী। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় অস্থির ছিল শেয়ারবাজার। ফলে বেশ কিছুটা নেমে যায় সেনসেক্স ও নিফটি। সীমান্তে গোলা-গুলি বন্ধ হওয়ায় সোমবার (১২ মে) ফের সূচকের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল, বলছেন আর্থিক বিশ্লেষকেরা।

ব্রোকারেজ হাউজগুলির দাবি, বছরের পর বছর ধরে ভারতীয় শেয়ারবাজার স্থিতিশীলতা বজায় রেখেছে। যুদ্ধ বিরতির ফলে নতুন করে সংঘাতের আশঙ্কা অনেকটাই কমল। আর তাই বিনিয়োগকারীরা ফের শেয়ার কেনায় মন দেবেন বলে মনে করা হচ্ছে। এতে বাজার চাঙ্গা হলে দ্রুত তা পুরনো অবস্থায় ফিরতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকদের একাংশ।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাওয়ার পর ঐতিহাসিক ভাবে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পুরনো ছন্দে ফিরতে খুব বেশি সময় নেয়নি। তবে এবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেটা অতটা দ্রুত না হতেও পারে।

ব্রোকারেজ হাউজগুলো জানিয়েছে, সোমবার শেয়ারবাজারে ২০০ থেকে ৩০০ পয়েন্টের বৃদ্ধি দেখা যেতে পারে। নতুন করে ভারত-পাক সংঘাত সৃষ্টি না হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিনিয়োগকারীদের যাবতীয় লোকসান পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহের শেষ লেনদেনের দিনে (শুক্রবার, ৯ মে) ফের ৮০ হাজারের নীচে নেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক। বাজার বন্ধ হওয়ার সময়ে ৭৯,৪৫৪.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। এতে ৮৮০.৩৪ পয়েন্টের বা ১.১০ শতাংশের পতন লক্ষ করা গিয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে