ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রবিবার ডিএসইতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

২০২৫ মে ১৭ ১১:২৪:৪৪
রবিবার ডিএসইতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যাচ্ছেন। ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ারবাজার নিয়ে বৈঠকের উদ্দেশ্যে রবিবার (১৮ মে) এই পরিদর্শন করবেন তিনি। যে বৈঠকে স্টেকহোল্ডাররা বিএসইসি চেয়ারম্যানের অপসারন চাইবে বলে একটি গ্রুপ অর্থ বাণিজ্যকে জানিয়েছে।

এর আগে তিনি গত ৬ মে ডিএসইতে পরিদর্শনে যাওয়ার জন্য দিনক্ষণ ঠিক করলেও ওইদিন যেতে পারেননি আনিসুজ্জামান। যেটারই পরবর্তী তারিখ হিসেবে আগামিকাল যাবেন তিনি।

জানা গেছে, ডিএসইতে পৌঁছে ড. আনিসুজ্জামান দুটি পৃথক বৈঠকে অংশ নেবেন। প্রথম বৈঠকে ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বসবেন বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে। এরপরে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবেন তিনি। বৈঠক শেষে তিনি ডিএসইর কার্যালয় ঘুরে দেখবেন।

আরও পড়ুন....

মাকসুদ কমিশনের সাড়ে ৮ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.০৯ লাখ কোটি টাকা

মাকসুদের সহযোগিতায় তারিকুজ্জামানকে বিতাড়িত করা নাহিদ এখন দুদকের জালে

উল্লেখ্য, যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে। তারপরেও এই অযোগ্য রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে অপসারন করছে না সরকার। এছাড়া নিজেও পদত্যাগ না করে নির্লজ্জভাবে চেয়ার আঁকড়ে ধরে রেখেছে মাকসুদ কমিশন।

শেয়ারবাজারের এই নাজুক অবস্থায় সমস্যার ও সমাধান খুজতে ড. আনিসুজ্জামান চৌধুরী ডিএসইতে যাবেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে