ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মাকসুদ কমিশনের নেতৃত্বে করোনা মহামারির সময়ে ফিরে গেল শেয়ারবাজার

২০২৫ মে ১৯ ১৪:৩২:১৭
মাকসুদ কমিশনের নেতৃত্বে করোনা মহামারির সময়ে ফিরে গেল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকেই শেয়ারবাজার অব্যাহত পতনে রয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক করোনা মহামারির সময়কালীন অবস্থায় বা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। তারপরেও এই অযোগ্য রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে অপসারণ করছে না সরকার।

এই কমিশনের পদত্যাগের মাধ্যমে যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে, তা কয়েক দফায় প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি দুই দফায় তার অপসারন হচ্ছে বলে শেয়ারবাজারে গুজব উঠে। যার উপর ভিত্তি করে শেয়ারবাজার ইতিবাচক হয়েছিল। কিন্তু তার অপসারন বাস্তবে রুপ না পাওয়ায়, শেয়ারবাজার আবারও পতনের ধারায় ফিরে গেছে।

সোমবারের (১৯ মে) পতনে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ২৫ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। যে সময় করোনা মহামারি চলছিল। তবে ৫ বছর পরে এসে শেয়ারবাজারে আরেক দফায় মহামারি তৈরী করে দিল রাশেদ মাকসুদ।

এর আগে সর্বশেষ ২০২০ সালের ২৪ আগস্ট সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৪৭৬২ পয়েন্টে।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৭৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৯ পয়েন্ট।

আরও পড়ুন....

দেশের জন্য কাজ করতে বিএসইসিতে এসেছি : মাকসুদ

মাকসুদ কমিশনের ৯ মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ১.১৭ লাখ কোটি টাকা

এদিন ডিএসইতে ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯২ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩ কোটি ৮৩ লাখ টাকার বা ১ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫ টি বা ৩১.৪৯ শতাংশের। আর দর কমেছে ২০২ টি বা ৫০.৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭০ টি বা ১৬.৬৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৭১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে