ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

শাহজালাল ইক্যুইটির শতভাগ শেয়ার ইস্যু মূল্যের উপরে

২০২৫ মে ২৪ ০৯:৩০:১১
শাহজালাল ইক্যুইটির শতভাগ শেয়ার ইস্যু মূল্যের উপরে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : উচ্চ দরে শেয়ার আনা আইডিএলসি ইনভেস্টমেন্টসের কোম্পানিগুলোর যেমন বেহাল দশা, একইভাবে সর্বোচ্চ ইস্যু ব্যবস্থাপনার কাজ করা আইসিবি ক্যাপিটালের প্রায় একই অবস্থা। এই মন্দার মধ্যে একমাত্র শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যু ব্যবস্থাপনার করা সবগুলো কোম্পানির শেয়ার দর ইস্যু মূল্যের উপরে অবস্থান করছে। তবে আইপিওকালীন সময়ের তুলনায় ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে এসেছে।

শাহজালাল ইক্যুইটির ইস্যুকৃত ৪ কোম্পানির মধ্যে ৩টি অভিহিত মূল্যে (প্রিমিয়াম ছাড়া) ও ১টি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামসহ শেয়ারবাজারে এসেছে।

এই ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানটির মাধ্যমে শেয়ারবাজারে আসা ৪টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবের। সাধারন বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ২০ টাকা করে শেয়ার ইস্যু করা কোম্পানিটির দর এখন ৩২.২০টাকা। এক্ষেত্রে শেয়ারের দর বেড়েছে ৬১ শতাংশ। এছাড়া একমি পেস্টিসাইডসের ১৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫৪.২৬ শতাংশ ও ডমিনেজ স্টিলের ৫% দর উত্থান হয়েছে।

নিম্নে শাহজালাল ইক্যুইটির ইস্যুকৃত কোম্পানি ৪টির শেয়ার ইস্যু দর ও বর্তমান দরের তথ্য তুলে ধরা হল :

এদিকে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের ইস্যুকৃত ৪ কোম্পানির মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বের তুলনায় ৩টি বা ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে এসেছে। এরমধ্যে ১টি কোম্পানি লোকসানে নেমেছে। তালিকাভুক্তির পরে সবচেয়ে বেশি ইপিএস কমেছে একমি পেস্টিসাইডসের। কোম্পানিটির তালিকাভুক্ত পূর্ব ২.১২ টাকার ইপিএস সর্বশেষ অর্থবছরে ঋণাত্মক (০.৭৬) টাকায় নেমে এসেছে। এক্ষেত্রে ইপিএসে পতন হয়েছে ১৩৬ শতাংশ। এছাড়া ডমিনেজ স্টিলের ৯৮ শতাংশ ও এশিয়াটিক ল্যাবের ৯ শতাংশ পতন হয়েছে।

আরও পড়ুন....

আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা

সর্বোচ্চ আইপিও আনা আইসিবি ক্যাপিটালের ৫৯ শতাংশ ইস্যু মূল্যের নীচে

নিম্নে কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার সময়ের ও সর্বশেষ অর্থবছরের প্রকাশিত ইপিএস তুলে ধরা হল-

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে