ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান

২০২৫ জুন ২৬ ১৪:৪২:৩২
শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে টানা ৪ কার্যদিবস উত্থান দেখল শেয়ারবাজার।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩৩ পয়েন্টে। যা বুধবার ৫০ পয়েন্ট, মঙ্গলবার ২৩ পয়েন্ট ও সোমবার ১৭ পয়েন্ট বেড়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৩ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৪৭ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯৮ টি বা ৭৪.৮৭ শতাংশের। আর দর কমেছে ৪৬ টি বা ১১.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৬২ টির, কমেছে ৩৮ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪০৫পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে