ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

১৪০ কোটি টাকার কোম্পানির ১৭১ কোটি লোকসান

২০২৫ জুলাই ০৩ ১১:৩০:৩৭
১৪০ কোটি টাকার কোম্পানির ১৭১ কোটি লোকসান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৪ সালের ব্যবসায় বড় লোকসান হয়েছে। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে বেশি। এমন পতনে কোম্পানিটির নিট সম্পদ তলানিতে নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২৪ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১২.২২) টাকা। এ হিসাবে ১৪০ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৭১ কোটি ৪৮ লাখ টাকা।

এর আগে ২০২৩ সালের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় (১.৬৪) টাকা। এ হিসাবে ওই বছরে নিট লোকসান হয় ২৩ কোটি ২ লাখ টাকা।

দুই বছরের ওই লোকসানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) নেমে এসেছে ২০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটি অবসায়নে শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ২০ পয়সা পাবে।

ব্যবসায় এমন পতনে ইসলামিক ফাইন্যান্সের পর্ষদ দুই বছরেই শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কারনে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে পতিত হয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইসলামিক ফাইন্যান্সের ৬৭.৩১ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (০২ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে