ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

৫ কার্যদিবসে ডিএসইএক্স বাড়ল ১৫৯ পয়েন্ট

ডিএসইতে লেনদেন ছাড়াল সাড়ে ১০ মাসে সর্বোচ্চ

২০২৫ জুলাই ২১ ১৪:৫০:৩৫
ডিএসইতে লেনদেন ছাড়াল সাড়ে ১০ মাসে সর্বোচ্চ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে শেষ ৫ কার্যদিবসের টানা উত্থানের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯ পয়েন্ট। আর সোমবার (২১ জুলাই) সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২০ পয়েন্টে। যা রবিবার ৬২ পয়েন্ট, বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৫ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ১৫৯ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৮৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ২ সেপ্টেম্বর আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত সাড়ে ১০ মাসের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৭ টি বা ২৯.৫৫ শতাংশের। আর দর কমেছে ২২৪ টি বা ৫৬.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৩.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৫ টির, কমেছে ১২১ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে