ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ডিএসইতে ৭ কার্যদিবসের টানা উত্থানে সূচক বাড়ল ৩০৩ পয়েন্ট

২০২৫ জুলাই ২৩ ১৪:৫৫:৫৯
ডিএসইতে ৭ কার্যদিবসের টানা উত্থানে সূচক বাড়ল ৩০৩ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। যাতে শেয়ারবাজার কিছুদিন যাবত ইতিবাচক ধারায় রয়েছে। এরমধ্যে শেষ ৭ কার্যদিবসের টানা উত্থানের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩০৩ পয়েন্ট।

বুধবার (২৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৪ পয়েন্টে। যা মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট, এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৭ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ৩০৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭২২ কোটি ৩০ লাখ টাকা। এ হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ২৪ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৭ টি বা ৫৫.০৮ শতাংশের। আর দর কমেছে ৯৯ টি বা ২৫.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮ টি বা ১৯.৮০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৯০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে