ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

লুজারের শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

২০২৫ জুলাই ২৪ ১৫:৫০:২৭
লুজারের শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৪.৯৪ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - কেয়াকসমেটিকসের.০০শতাংশ, আরএকেসিরামিকসের.৭৭শতাংশ, বাংলাদেশশিপিংকর্পোরেশনের.৬৪শতাংশ, ন্যাশনালফিডমিলসের.৫৭শতাংশ, সমতালেদারের.৪১শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের.২৫শতাংশ, শাইনপুকুরসিরামিকসের.১৮শতাংশ, মোজাফ্ফরহোসেনস্পিনিংয়ের.১৪শতাংশ ও নূরানীডাইংয়ের.১৩শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে