ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

মূল্যসূচকে বড় উত্থান : লেনদেন ১২’শ কোটি ছুঁইছুঁই

২০২৫ আগস্ট ২৫ ১৪:৩৫:৫২
মূল্যসূচকে বড় উত্থান : লেনদেন ১২’শ কোটি ছুঁইছুঁই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (২৫ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা কমেছে। তারপরেও ডিএসইতে ১২’শ কোটি টাকা ছুঁইছুঁই লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৪ পয়েন্ট।

এর আগে টানা ৩ কার্যদিবসের পতনের মধ্যে বৃহস্পতিবার ৪ পয়েন্ট, বুধবার ৩১ পয়েন্ট ও মঙ্গলবার ৯ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ১ হাজার ১৭৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২২ কোটি ৪৯ লাখ টাকার বা ২ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৮ টি বা ৬০.১০ শতাংশের। আর দর কমেছে ১১৪ টি বা ২৮.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৫০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৪৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে