ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ডিএসইতে সাড়ে ১২ মাসের মধ‍্যে সর্বোচ্চ লেনদেন

২০২৫ আগস্ট ২৬ ১৫:৩১:১৪
ডিএসইতে সাড়ে ১২ মাসের মধ‍্যে সর্বোচ্চ লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের ৩য় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিন লেনদেনে বড় উত্থান হয়েছে।যাতে ডিএসইতে গত সাড়ে ১২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৪৯ পয়েন্টে। যা সোমবার ৬৬ পয়েন্ট ও রবিবার ১৪ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ডিএসইতে ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত সাড়ে ১২ মাসের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৭ টি বা ৪৫.৫০ শতাংশের। আর দর কমেছে ২১৫ টি বা ৫৪.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৩৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৪৪পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৯১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে