ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

একদিনেই ডিএসইর লেনদেন ১২৪৮ কোটি থেকে নামল হাজার কোটির নীচে

২০২৫ আগস্ট ২৭ ১৪:৪৫:১৫
একদিনেই ডিএসইর লেনদেন ১২৪৮ কোটি থেকে নামল হাজার কোটির নীচে

অর্থ বাণিজ্য প্রতিবেদক :মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সাড়ে ১২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল। তবে একদিনের ব্যবধানে বুধবার সেই লেনদেন অনেক তলানিতে নেমে এসেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৪৩ পয়েন্টে। যার পরিমাণ আগের দিন কমেছিল ৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৯৭১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ২৭৬ কোটি ১৫ লাখ টাকা বা ২২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৮ টি বা ৪০.১০ শতাংশের। আর দর কমেছে ১৭৪ টি বা ৪৪.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২২০৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে