ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

আজও সূচকে বড় উত্থান

ডিএসইতে সাড়ে ১২ মাসের মধ‍্যে সর্বোচ্চ লেনদেন

২০২৫ আগস্ট ৩১ ১৪:৫৫:১৭
ডিএসইতে সাড়ে ১২ মাসের মধ‍্যে সর্বোচ্চ লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন‍্যায় রবিবারও (৩১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এদিন লেনদেনে আরও বড় উত্থান হয়েছে। যাতে ডিএসইতে গত সাড়ে ১২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯৪ পয়েন্টে। যার পরিমাণ আগের দিন বেড়েছিল ৭৫ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট আজকের থেকে বেশি লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত সাড়ে ১২ মাসের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০১ টি বা ৫০.৫০ শতাংশের। আর দর কমেছে ১৪১ টি বা ৩৫.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.০৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২ টির, কমেছে ৭৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৯১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে