ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সাড়ে ১২ মাস পর ১৩০০ কোটি টাকার লেনদেন স্পর্শ

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৪:৪৩:৫০
সাড়ে ১২ মাস পর ১৩০০ কোটি টাকার লেনদেন স্পর্শ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন‍্যায় বুধবারও (০৩ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন লেনদেনে আরও বড় উত্থান হয়েছে। যাতে ডিএসইতে গত সাড়ে ১২ মাস পর ১৩০০ কোটি টাকার লেনদেন স্পর্শ করেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩২ পয়েন্টে। যা আগেরদিন ৩৭ পয়েন্ট বেড়েছিল।

বুধবার ডিএসইতে ১ হাজার ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১১ আগস্ট আজকের থেকে বেশি বা সর্বশেষ ১৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত সাড়ে ১২ মাস পর আজ ১৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৪ টি বা ৪৬.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৬৫ টি বা ৪১.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৮৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে